যেকোন অসুস্থ শিশুর জন্য-
- যদি বুকের দুধ খায় তাহলে আরো ঘন ঘন এবং বেশিক্ষন ধরে বুকের দুধ খাওয়ান।
- ৬ মাসের বেশি বয়সি শিশুর ক্ষেত্রে মায়ের দুধের পাশাপাশি বেশি পরিমানে তরল খাবার দিন। যেমনঃ ভাতের মাড়, চিড়ার পানি অথবা শুধু নিরাপদ পানি।
শিশুর পাতলা পায়খানা হলে-
- শিশুকে ঘন ঘন তরল খাবার দিন, যেমনঃ
- খাবার স্যালাইন (ওআরএস)
- ভাতের মাড়, চিড়ার পানি
- নিরাপদ পানি
- পাতলা পায়খানা বন্ধ না হওয়া পর্যন্ত শিশুকে বেশি বেশি তরল খাবার দিন।
- যদি বুকের দুধ খায় তবে তাকে বার বার বেশি করে বুকের দুধ দিন।
- ৬ মাসের বেশি বয়সি শিশুর ক্ষেত্রে বুকের দুধের পাশাপাশি নরম পুষ্টিকর খাবার দিন।