হেপাটাইটিস সি একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। এটি একটি সংক্রামক রোগ। বড় ছোট সবারই এই রোগ হতে পারে।
হেপাটাইটিস সি কি
হেপাটাইটিস ভাইরাস গুলোর মধ্যে হেপাটাইটিস সি সবচেয়ে মারাত্মক। সাধারণত দূষিত রক্তের মাধ্যমে এবং বিশেষ করে একই সূচ দিয়ে মাদক সেবনের মাধ্যমে হেপাটাইটিস সি ছড়ায়।
হেপাটাইটিস সি হয়েছে কি করে বুঝবেন
প্রাথমিক পর্যায়ে হেপাটাইটিস সি’র কোন লক্ষণ ও উপসর্গ দেখা যায় না। লক্ষণ ও উপসর্গ গুলো মৃদু বা হাল্কা এবং অনেকটা সাধারণ সর্দিকাশি-জ্বর বা ফ্লুর মতো হয়ে থাকে।
হেপাটাইটিস সি হলে সাধারণত: যেসব লক্ষণ ও উপসর্গ গুলো দেখা দেয়:
- অবসাদ
- জ্বর
- ক্ষুধামন্দা বা বমি বমি ভাব
- মাংস পেশী এবং অস্থি সন্ধিতে ব্যথা
- যকৃতের আশেপাশে ব্যথা অনুভূত হওয়া
কখন ডাক্তার দেখাবেন
হেপাটাইটিস সি’র লক্ষণ ও উপসর্গ দেখা দেয়ার সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযেগ করতে হবে।
কি ধরণের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হতে পারে
- রক্ত পরীক্ষা
- লিভার বায়োপসির (Liver biopsy) মাধ্যমে যকৃতের কলা (Liver tissue) পরীক্ষা।
কি ধরণের চিকিৎসা আছে
- ডাক্তার নিয়মিত রক্ত পরীক্ষার পরামর্শ দিতে পারেন
- সমস্যা বেশি দেখা দিলে এন্টিবায়োটিক সেবন করতে হবে
- পরিপূর্ণ বিশ্রাম ও পথ্য সেবন
- নিয়মিত শারীরিক পরীক্ষা নিরীক্ষা ও হেপাটাইটিস সি’র মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ
- যকৃত বেশি মাত্রায় ক্ষতিগ্রস্থ হলে যকৃত প্রতিস্থাপন করতে হবে
- সংক্রমণ রোধে এন্টিবায়োটিক সেবন করতে হবে
- হেপাটাইটিস ‘এ’ এবং হেপাটাইটিস ‘বি’র টিকা দিতে হবে
জীবন যাপন পদ্ধতি
- যে সমস্ত ঔষধ যকৃতের ক্ষতি করে সেগুলো বাদ দেয়া
- সুষম খাবার গ্রহণ এবং নিজের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখা
- ক্ষতস্থান ঢেকে রাখা, নিজের ব্যবহৃত টুথব্রাশ এবং রেজার আলাদা রাখা
- মদ পান থেকে বিরত থাকা
হেপাটাইটিস সি কিভাবে প্রতিরোধ করা যায়
- নিরাপদ শারীরিক সর্ম্পকের অভ্যাস করা
- শিরাপথে মাদক সেবন এবং অন্যের ব্যবহৃত সুচ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে
- শরীরে ছিদ্র করা অথবা উল্কি (tattoo) আঁকার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে
হেপাটাইটিস সি কেন হয় ?
হেপাটাইটিস সি জীবাণু (এইচসিভি) দ্বারা যকৃত সংক্রমণের মাধ্যমে হেপাটাইটিস সি রোগ হয়ে থাকে।
কাদের হেপাটাইটিস সি হওয়ার ঝুঁকি বেশি থাকে ?
যাদের হেপাটাইটিস সি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তারা হলেন-
- স্বাস্থ্য কর্মী যিনি সংক্রমিত রক্তের সংস্পর্শে এসেছেন
- যারা সুচের মাধ্যমে অবৈধ মাদক সেবন করে
- যাদের এইচআইভি ভাইরাস রয়েছে
- অপরিষ্কার বা জীবাণুমুক্ত নয় এমন যন্ত্রপাতি দিয়ে গায়ে উলকি আঁকা
- হেপাটাইটিস সি আক্রান্ত মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া শিশু
- যারা দীর্ঘদিন যাবৎ হেমোডায়ালাইসিস (Hemodialysis) চিকিৎসা গ্রহণ করছেন
হেপাটাইটিস সি হলে কি ধরণের জটিলতা দেখা দিতে পারে?
হেপাটাইটিস সি হলে নিচের জটিলতাগুলো দেখা দিতে পারে-
- যকৃত কলায় ক্ষত সৃষ্টি হওয়া (সিরোসিস)
- যকৃতের ক্যান্সার
- যকৃত অকার্যকর (Liver failure) হওয়া