বার্ধক্য জনিত রোগ সমূহের মধ্যে অস্থি ও অস্থি-সন্ধির সমস্যা অন্যতম। বার্ধক্য জনিত অস্থি ও অস্থি-সন্ধি সমস্যা সমূহের মধ্যে অস্ট্রিও আথ্রাইটিস, গাউট, আথ্রাইটিস, স্পনডাইলোসিস (সার্ভাইক্যাল, লাম্বার) ইন্টারভাট্রিবাল ডিক্স প্রোল্যাপ্স, অস্ট্রিওপরোসিস, প্যাথলজিক্যাল ফ্রাকচার প্রধান

কারণ সমূহ

এ ধরনের রোগ সাধারণত পুরুষের চেয়ে মহিলাদের মধ্যে বেশি দেখা যায়।

বার্ধক্য জনিত অস্থি ও সন্ধির সমস্যার মূল কারণ গুলো কি কি?

লক্ষণ

ব্যবস্থাপনা

নিরাময়

বার্ধক্যজনিত অস্থি ও সন্ধির সমস্যা সমূহ থেকে কখনও সম্পূর্ণ নিরাময় বা আরোগ্য লাভ করা যাবে না। নিয়ম পালন এবং ঔষধ সেবনের মাধ্যমে এ সমস্যা গুলোর কষ্ট থেকে  মুক্তি পাওয়া যেতে পারে।

প্রতিরোধ

শরীরের অতিরিক্ত মেদ/ওজন কমানোর জন্য হালকা ব্যায়াম ও পরিমিত খাদ্যাভ্যাস করতে হবে।

বার্ধক্য জনিত অস্থি ও অস্থি -সন্ধির সমস্যার ক্ষেত্রে কি ধরণের ব্যবস্থাপনা প্রয়োজন?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *