হেপাটাইটিস এ একটি সংক্রামক রোগ। যে কারোরই এই রোগ হতে পারে। মৃদু বা হাল্কা হেপাটাইটিস এ এর ক্ষেত্রে তেমন কোন চিকিৎসার প্রয়োজন পড়ে না। বেশীরভাগ ক্ষেত্রেই যারা এই রোগে আক্রান্ত হন তারা কোন রকম যকৃতের ক্ষতি ছাড়াই সু্‌স্থ হয়ে ওঠেন।

হেপাটাইটিস এ কি

হেপাটাইটিস ভাইরাস গুলোর মধ্যে হেপাটাইটিস এ ভাইরাস অন্যতম যা প্রদাহ সৃষ্টি করায় যকৃতের কার্যক্ষমতায় ব্যাঘাত ঘটে। দূষিত খাবার ও পানি গ্রহণ এবং আক্রান্ত ব্যক্তি সংস্পর্শে আসলে এই রোগ হয়।

হেপাটাইটিস এ হয়েছে কি করে বুঝবেন

হেপাটাইটিস এ ভাইরাস দ্বারা আক্রান্ত হবার এক মাস পর পর্যন্ত এর কোন লক্ষণ ও উপসর্গ দেখা দেয় না।

এক্ষেত্রে সাধারণত: যেসব লক্ষণ ও উপসর্গ দেখা দেয়:

 কখন ডাক্তার দেখাবেন

হেপাটাইটিস এ’র লক্ষণ ও উপসর্গ দেখা দেয়ার সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে।

কি ধরণের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হতে পারে

কি ধরণের চিকিৎসা আছে

হেপাটাইটিস ‘এ’র জন্য নির্দিষ্ট কোন চিকিৎসা নেই। এরপরও নিচের বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা উচিত :

জীবন যাপন পদ্ধতি

বিশ্রাম,পথ্য এবং বাড়তি সতর্কতা

হেপাটাইটিস এ কিভাবে প্রতিরোধ করা যায়

হেপাটাইটিস ‘এ’ কেন হয় ?

বিশেষ এক ধরণের জীবাণু (হেপাটাইটিস ‘এ’) দ্বারা যকৃতে সংক্রমণের মাধ্যমে হেপাটাইটিস ‘এ’ হয়ে থাকে।

কাদের হেপাটাইটিস ‘এ’ হওয়ার ঝুঁকি বেশি রয়েছে ?

যাদের হেপাটাইটিস ‘এ’ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তারা হলেন-

হেপাটাইটিস ‘এ’ হলে কি ধরণের জটিলতা দেখা দিতে পারে?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *