মাথায় আঘাত পেলে যা করনীয়-
আঘাত যদি মাথায় হয় তাহলে সতর্ক থাকা উচিৎ। মাথার আঘাত পাওয়া বলতে গেলে আমরা সাধারনত মাথার ভেতরে মস্তিষ্কে আঘাত পাওয়াকে বুঝে থাকি। মাথায় আঘাত কতটা গুরুতর সেটা বুঝতে হলে রোগীকে ভালোভাবে নিরীক্ষণ করতে হবে।
- মুখে কিছু খেতে দেয়া যাবে না।
- আঘাতের পর বমি, অতিরিক্ত ঘুম ঘুম ভাব, প্রচন্ড মাথা ব্যথা ইত্যাদি উপসর্গ থাকলে হাসপাতাল বা চিকিৎসকের সাহায্য নিতে হবে।
- রোগীকে যত দ্রুত সম্ভব উন্নত এমন কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে যেখানে ব্রেইনের সিটি স্ক্যান বা এমআরআই করার সুযোগ আছে।