প্রাথমিক চিকিৎসা

যে জ্ঞান বা দক্ষতার ভিত্তিতে একজন আহত ব্যাক্তিকে সর্বপ্রথম স্বাস্থ্য সেবা প্রদান করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে। কোন আহত বা অসুস্থ ব্যাক্তিকে ডাক্তারের নিকট বা হাসপাতালে প্রেরনের পূর্বে অথবে ডাক্তার কে রোগীর নিকট আসার পূর্বে রোগীর অবস্থার যেন অবনতি না হয়, তার জন্য যে প্রাথমিক সেবা প্রদান করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে।

প্রাথমিক চিকিৎসার লক্ষ্য ও উদ্দেশ্য

ক)জীবন রক্ষা/ত্রাণ বা উপসমের ব্যবস্থা করা-

১. রক্তপাত বন্ধ করতে হবে।

২. কৃতিম স্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে।

৩. রোগী শক পেলে চিকিৎসা করতে হবে

খ) রোগীর অবস্থা যাতে আরো অবনতির দিকে না যায় তার ব্যবস্থা করা।

গ) আরোগ্য লাভ বা পুনরুদ্ধারের অগ্রগতি সাধনের সহায়তা করা।

ঘ) ভাঙ্গা হাড় অনড় করা।

ঙ) ব্যথার উপসম করা।

প্রাথমিক চিকিৎসকের করণীয় কাজঃ

প্রাথমিক চিকিৎসকের বর্জনীয় বিষয়ঃ

প্রাথমিক চিকিৎসকের গুনাবলীঃ

রোগী পর্যবেক্ষণ (Patient Assessment)

যে কোন দুর্ঘটনাস্থলে রোগীর নিকট নিজেকে যথাযথভাবে উপস্থাপন করা ও রোগীকে যথোপযুক্ত পর্যবেক্ষণ করা এবং নিরাপত্তা নিশ্চিত করা প্রাথমিক চিকিৎসক এবং রোগী উভয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং অসুস্থ তথা আহত রোগীর অবস্থা অনড় তথা উন্নয়নকল্পে একজন প্রাথমিক চিকিৎসকের নিম্নোক্ত পদ্ধতি অনুসরন করা উচিৎ।

১. দুর্ঘটনাস্থল পর্যবেক্ষণঃ

ক) দুর্ঘটনাস্থলে পৌঁছার পর করণীয়ঃ

১. নিজের নিরাপত্তা নিশ্চিত করণ

২. রোগীর নিরাপত্তা নিশ্চিত করণ

৩. দুর্ঘটনাস্থলের অবস্থা অনুধাবন করে প্রাথমিক পর্যবেক্ষণ শুরু করা।

৪. জীবনের জন্য ঝুঁকিপূর্ণ আঘাত শনাক্তকরণ এবং চিকিৎসা প্রধান।

৫.রোগীকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং অনড় রাখা।

২. নিজেকে পরিচিতি করণঃ

৩. তাৎক্ষণিক তথ্য সংগ্রহ এবং কারণ উদ্ঘাটনঃ

প্রাথমিক পর্যবেক্ষনের ধাপসমূহঃ

ক) সাধারন পর্যবেক্ষণঃ

রোগীর অবস্থা ট্রমা অথবা মেডিক্যাল তা পর্যবেক্ষণ করা। এক্ষেত্রে গলার উপর থেকে নিচ পর্যন্ত পরীক্ষা করা। প্রয়োজন হলে সার্ভিক্যাল কলার লাগাতে হবে।

খ) সচেতনতা পরীক্ষাঃ A.V.P.U

গ) পর্যাপ্ত এয়ারওয়ে নিশ্চিতকরণঃ

ঘ) শ্বাসপ্রশ্বাস পর্যবেক্ষণঃ (Look, Listen, Feel)

দেখা, শোনা এবং অনুভুতির মাধ্যমে (৩-৫ সেকেন্ড) রোগীর শ্বাসপ্রশ্বাস আছে কিনা তা পরীক্ষা করতে হবে।

ঙ) রক্ত সংবহন প্রক্রিয়াঃ

৪. শারীরিক পরীক্ষাঃ

D.O.T.S

শারীরিক পর্যবেক্ষনের ধাপসমুহঃ (পা থেকে মাথা পর্যন্ত)

শারীরিক প্রধান লক্ষণ (Vital Sign) পরীক্ষাঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *