প্রজনন স্বাস্থ্য মূলত সামগ্রিক স্বাস্থ্যেরই একটি অংশ। প্রজনন স্বাস্থ্য বলতে সন্তান জন্মদানের সাথে জড়িত পুরুষ ও মহিলার প্রজনন অঙ্গসমূহের সামগ্রিক সুস্থতা এবং এর সাথে মানসিক ও সামাজিক সুস্থতাও জড়িত।

প্রজনন স্বাস্থ্য কি

প্রজনন স্বাস্থ্য বলতে সেই স্বাস্থ্যকে বুঝায় যার মাধ্যমে মানুষ সু্‌স্থ ও নিরাপদভাবে শারীরিক সম্পর্ক বজায় রাখতে পারে, সু্‌স্থভাবে সন্তান জন্মদানের ক্ষমতা রাখে ও তা কখন ও কিভাবে করবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করে।

পুরুষদের প্রজনন ব্যবস্থা

পুরুষদের প্রজনন ব্যবস্থা হলো পুরুষের দেহের বাইরের দিকে এবং শ্রোণীর চারপাশে অবস্থিত কিছু অঙ্গের সমষ্টি। পুরুষের প্রজনন ব্যবস্থার মূল কাজ হলো ডিম্বানুকে নিষিক্ত করার জন্য পুং জননকোষ অথবা শুক্রাণু সরবরাহ করা।

স্ত্রী প্রজনন ব্যবস্থা

মহিলাদের শরীরের ভিতরে এবং শ্রোণীপথের চারপাশে অবস্থিত সারিবদ্ধ কিছু অঙ্গকেই স্ত্রী প্রজনন ব্যবস্থা বলা হয়।

প্রজনন স্বাস্থ্যজনিত রোগ

মানুষের প্রজনন স্বাস্থ্যজনিত রোগ গুলোকে প্রধানত: চারটি ভাগে ভাগ করা যায় যেমন:

জীনগত অথবা জন্মগত অস্বাভাবিকতা বা সমস্যা

ক্যান্সার

সংক্রমণ বিশেষ করে যৌনবাহিত রোগ

পরিবেশগত কারণে কার্যকরণ:গত সমস্যা যেমন: শাররীক ক্ষতি, মানসিক বিষয় এবং অন্যান্য কারণ। তবে সবচেয়ে বেশী পরিচিত কার্যকরণ:গত সমস্যা হলো যৌন সন্তুষ্টির অভাব এবং অনুর্বরতা।

জন্মগত অস্বাভাবিকতা

ক্যান্সারের উদাহরণ

 সংক্রমণের উদাহরণ

কার্যকরণগত: সমস্যার উদাহরণ

প্রজনন স্বাস্থ্য পরিচর্যার উপাদানসমূহ

এছাড়া আরও কতগুলো বিষয় দ্বারা প্রজনন স্বাস্থ্য প্রভাবিত হতে পারে। যেমন-এইচআইভি সংক্রমন, শিশু স্বাস্থ্য,পুষ্টি,জীবন প্রণালী,কৈশোর বয়সের স্বাস্থ্য ও পরিবেশ ইত্যাদি।

প্রজনন স্বাস্থ্যসেবার জন্য করণীয়

প্রজনন অধিকার

প্রজনন অধিকারের মূল দিক হল সন্তান ধারনের ক্ষেত্রে স্বাধীন সিদ্ধান্ত গ্রহন এবং নিরাপদ ও কার্যকর জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির অধিকার। প্রজনন অধিকার মানে কেবল সন্তান কম উৎপাদন করার অধিকার নয়। নারীর প্রজনন অধিকার বলতে নারীর সন্তান উৎপাদনের সাথে সরাসরি যুক্ত প্রক্রিয়াগুলোকে বোঝানো হয়। যেমন:পরিবারে সন্তান সংখ্যা কত হবে না হবে সে সম্পর্কে নারী-পুরুষ উভয়ের মিলিত সিদ্ধান্ত,নারী ও পুরুষ উভয়েরই ব্যক্তি হিসেবে স্বীকৃতি। অর্থাৎ সাধারণভাবে প্রজনন অধিকার কোনো আইনগত, সাংবিধানিক, সামাজিক, সাংস্কৃতিক অথবা কোনো ব্যক্তি কিংবা নাগরিক স্বাধীনতার অধিকার বোঝায় না। প্রজনন অধিকার বলতে শুধু নারীর নয়, বরং নারীও পুরুষ উভয়েরই শরীর ও মন  নিয়ন্ত্রণের অধিকারকে বোঝায়।

প্রজনন অধিকার

প্রজনন অধিকার প্রতিষ্ঠায় পুরুষের অংশগ্রহণ

প্রজনন স্বাস্থ্যের উপাদান গুলো কি কি?

প্রজনন স্বাস্থ্যের উপাদান সমূহ হলোঃ

প্রজনন স্বাস্থ্য সেবার বয়সসীমা  কোনটি?

প্রজনন স্বাস্থ্য সেবার বয়সসীমা:

পুরুষ প্রজনন তন্ত্র কি কি অঙ্গ নিয়ে গঠিত?

পুরুষদের প্রজনন তন্ত্র প্রধাণত:তিন অঙ্গ দ্বারা গঠিত। যথা:

 ১. বীর্য উৎপাদন এবং সংরক্ষণ (Sperm production and Storage)

২. বীর্যতরল তৈরীর গ্রন্থিসমূহ (Ejaculatory fluid processing Glands)

৩. পুং জনন অঙ্গ (Copulation, and deposition of the Spermatozoa)

পুরুষের অন্যান্য লিঙ্গীয়  বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে:

স্ত্রী প্রজনন তন্ত্র কি কি অঙ্গ নিয়ে গঠিত?

স্ত্রী প্রজনন তন্ত্র তিনটি অঙ্গ দ্বারা গঠিত। যথা:

স্তনও মহিলাদের একটি গুরুত্বপূর্ণ প্রজনন অঙ্গ বিশেষ করে মা হবার পর।

মহিলাদের অন্যন্য লিঙ্গীয় বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে:

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *