ত্বক ম্লান হওয়ার কারণ, সমাধানের উপায়

শেয়ার করুন

সুচিপত্র

সারা শরীরের মধ্যে মুখের ত্বক বেশ পাতলা হয়। আর এই ত্বক ক্ষতিগ্রস্তও হয় বেশি। ক্ষতিগ্রস্ত ত্বক ম্লান হয়ে পড়ে। আর ম্লান চেহারা কমিয়ে দেয় আত্মবিশ্বাস।

মুখের ত্বক ম্লান হওয়ার একটি বড় কারণ হলো রোদে পোড়া। এ ছাড়া আরো কিছু কারণ রয়েছে। মুখের ত্বক ম্লান হওয়ার কারণ এবং এ সমস্যা সমাধানে করণীয় বিষয়ে জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।

ম্লান হওয়ার কারণ  

১. সঠিকভাবে ত্বকের যত্ন না নেওয়া।

২. ভালো কসমেটিকস ব্যবহার না করা।

৩. দূষিত পরিবেশে বসবাস।

৪. এ ছাড়া একজিমা, সোরিয়াসিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি কারণে ত্বক ম্লান হয়ে পড়ে।

ম্লানভাব কমানোর উপায়

১. ত্বকে বরফ ঘষতে পারেন। তবে সরাসরি বরফ ব্যবহার করবেন না। একটি তোয়ালের মধ্যে কিছু বরফ পেঁচিয়ে এর পর মুখে মাখুন।

২. ত্বকে শসা ঘষতে পারেন। এতেও ত্বকের ম্লান ভাব কমবে।

৩. ত্বক পরিষ্কার রাখুন। দিনে অন্তত তিনবার ভালো ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন। মুখ ধোয়ার পর ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

৪. বাইরে বের হলে ভালো সানস্ক্রিন ব্যবহার করুন।

৫. কসমেটিকস ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হোন। ভালোমানের কসমেটিকস ব্যবহার করুন।