সিপিআর কী
সিপিআর মানে কার্ডিয়োপালমোনারি রিসালিটেশন। কার্ডিয়ো অর্থ হার্ট, পালমোনারি অর্থ ফুসফুস, রিসালিটেশন অর্থ পুনর্জাগরণ। জীবন ফিরিয়ে আনা, যার শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে তাঁকে বাঁচিয়ে রাখা।
শ্বাস থমকে গেছে, তাকে মুখে মুখে শ্বাস-প্রশ্বাসক্রিয়ার মতো।
কীভাবে করা হয়
সাহায্যকারী ব্যক্তি শ্বাস-হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া ব্যক্তির বা শিশুর মুখে বা মুখ লাগিয়ে জোরে বাতাস ঢোকানোর চেষ্টা করবেন, যেন ফুসফুসে অক্সিজেন পৌঁছে যায়। তবে সরাসরি মুখে মুখ না লাগিয়ে বিশেষ মাস্ক ব্যবহার করা যেতে পারে। এভাবে দুবার ফুঁ দিতে হবে।
এরপর ঐ ব্যক্তির বুকের ওপর এক হাতের ওপর অন্য হাত রেখে দুই হাতের সাহায্যে চাপ দিতে হবে। এতে হার্টের অক্সিজেনযুক্ত রক্ত দেহের গুরুত্বপূর্ণ অংশে প্রবাহিত হবে। এভাবে ৩০ বার বুকে চাপ দেওয়ার পর আবারও দুবার মুখে মুখ লাগিয়ে ফুসফুসে বাতাস ভরে দিতে হবে।
যতক্ষন পর্যন্ত চিকিৎসক, অক্সিজেন নল, অক্সিজেন ব্যাগ, সিলিন্ডার ও অ্যাম্বুলেন্স না পাওয়া যাচ্ছে, ততক্ষন পর্যন্ত এভাবে সিপিআর চালিয়ে যেতে হবে।
কখন সিপিআর লাগতে পারে
- হার্ট অ্যাটাক হলে
- যখন মস্তিষ্কের কোনো অংশে রক্ত সঞ্চালন সাময়িক বন্ধ থাকে (স্ট্রোক)
- কিছু গিলে ফেলার ফলে ফুসফুসে বায়ু চলাচলের পথ অবরুদ্ধ হয়ে গেলে
- পুকুরে বা জলে নিমজ্জন বা শ্বাস-প্রাশ্বাস বন্ধ হলে
- ঘারে, মাথায়, পিঠে খারাপ ইনজুরি বা আঘাত পেলে
- মারাত্নক তড়িতাহত হলে (অসাবধানতাবশত বৈদ্যুতিক লাইনে হাত লেগে যাওয়া)
- ইনফেকশনজনিত গুরুতর অসুস্থতা
- মারাত্নক অ্যালার্জি-জনিত প্রতিক্রিয়া