ক্যান্সার, যা সকলের জানা দরকার

শেয়ার করুন

সুচিপত্র

ক‍্যান্সার কি?

শরীরের কোন কোষ যখন অনিয়ন্ত্রিত ভাবে বাড়তে থাকে  তখন তা একটা চাকা বা পিন্ড তৈরি করে । যদি তা আশেপাশের টিস‍্যু ভেদ করার ক্ষমতা সম্পন্ন হয় তবে তাকে ক‍্যান্সার বলে। যদি তা আশেপাশের টিস‍্যু ভেদ করার ক্ষমতা সম্পন্ন না হয় তবে তাকে বিনাইন টিউমার বলে।

 

বাংলাদেশের প্রধান প্রধান ক‍্যানসার সমূহ।

পুরুষদের ক্যান্সার

১. ফুসফুস ক্যান্সার

২. লিম্ফোমা

৩. খাদ্যনালীর ক্যান্সার

৪. পাকস্থলির ক্যান্সার

৫. লিভার ক্যান্সার

 

মহিলাদের ক্যান্সার

১. স্তন ক্যান্সার

২. জরায়ুমুখের ক্যান্সার

৩. ফুসফুস ক্যান্সার

৪. লিম্ফোমা

৫. খাদ্যনালীর ক্যান্সার

 

ক‍্যান্সারের প্রধান লক্ষণ সমূহ

১. অনাকাঙ্ক্ষিত ওজন হ্রাস।

২. প্রতিনিয়ত  স্বল্পমাত্রার শারীরিক তাপমাত্রা বৃদ্ধি।

৩. তিল ও আচিলের সুস্পষ্ট পরিবর্তন।

৪. ক্ষত সারতে বিলম্ব হ‌ওয়া।

৫. স্বাভাবিক প্রসাব ও পায়খানার অভ‍্যাসের পরিবর্তন।

৬. খাদ‍্যে অরুচি ও বমি বমি ভাব।

৭. ত্বকের স্থূলতা ও চাকা।

৮. অস্বাভাবিক রক্তপাত।

৯. প্রতিনিয়ত ক্লান্ত হয়ে পড়া।

১০. খুসখুসে কাশি ও স্বরভ‌ঙ্গ।

 

ক‍্যান্সার প্রতিরোধের উপায়

১. ধূমপান ও মদ‍্যপান থেকে বিরত থাকুন। পরোক্ষ ধূমপান থেকেও দূরে থাকুন।

২. ওজন নিয়ন্ত্রণ করুন।

৩. প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটার অভ্যাস করুন।

৪. স্বাস্থ‍্যকর খাবার খান।

৫. পরিবেশ দূষণ থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করুন।

৬. তেজস্ক্রিয় রশ্মি থেকে দূরে থাকুন।

৭. সময়মত টিকা গ্ৰহন: হেপাটাইটিস বি, এইচ পি ভি

৮. শিশুকে বুকের দুধ খাওয়ান।

সচেতনতাই হোক ক‍্যান্সার প্রতিরোধের প্রধান উপায়।

 

ক্যান্সারের চিকিৎসা

ক্যান্সারের চিকিৎসার প্রকারভেদ

১. কেমোথেরাপি

২. অপারেশন

৩. রেডিওথেরাপি

৪. হরমোন থেরাপি

৫. ইমুনোথেরাপি

৬, বায়োলজিক্যাল থেরাপি

 

ক্যান্সারের মূল চিকিৎসার দায়িত্ব হল ক্যান্সার বিশেষজ্ঞের বা অঙ্কোলজিস্টের। তিনি কখন অপারেশন করলে বা কেমোথেরাপি দিলে ভাল ফল পাওয়া যাবে তা বলে দেবেন।

 

ক্যান্সারের বেশ ভাল চিকিৎসা দেশেই সম্ভব। সরকারি পর্যায়ে বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল হলো জাতীয় ক্যান্সার গবেষণা ইনিস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী ঢাকা। এছাড়াও বেশিরভাগ পুরাতন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার চিকিৎসা করা হয়। বেসরকারী পর্যায়েও অনেক ক্যান্সার হাসপাতাল আছে।
প্রাথমিক পর্যায়ে ক্যান্সার চিকিৎসা করলে ক্যান্সার নিরাময় করা সম্ভব। এজন্য ক‍্যান্সার প্রতিরোধে সচেতনতাই মূল উপায়।

ডাঃ মো: লুৎফুল কবীর
এসিস্ট্যান্ট রেজিস্ট্রার
জাতীয় ক‍্যান্সার গবেষণা ইনিস্টিটিউট ও হাসপাতাল