ঘামাচি একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। গরমের সময় এবং আর্দ্র আবহাওয়ায় ছোট-বড় সবারই এই সমস্যা হতে পারে।

ঘামাচি কি

সাধারণত ঘামাচি তখনই হয় যখন ঘর্মগ্রন্থির মুখ বন্ধ হয়ে যায়, ঘাম বের হয় না এবং ত্বকের নিচে ঘাম আটকে যায়। এর ফলে ত্বকের উপরিভাগে ফুসকুড়ি এবং লাল দানার মত দেখা যায়। কিছু কিছু ঘামাচি খুব চুলকায়। ঘামাচি সাধারণত এমনিতেই সেরে যায়। তবে ঘামাচি সারানোর জন্য ত্বক সবসময় শুষ্ক রাখতে হবে এবং ঘাম শুকাতে হবে।

ঘামাচি কোথায় হয়

কখন ডাক্তার দেখাবেন

ঘামাচি যদি দীর্ঘস্থায়ী হয় এবং মারাত্মক আকার ধারণ করে তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। এছাড়া নিচের লক্ষণ গুলো দেখা দিলেই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে :

কি ধরণের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হতে পারে

ঘামাচির জন্য তেমন কোন পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন পড়েনা। ঘামাচি যে হয়েছে তা ডাক্তার চোখে দেখেই বুঝতে পারেন।

কি ধরণের চিকিৎসা আছে

জীবন-যাপন পদ্ধতি

কি কি কারণে ঘামাচি হয় ?

ঘামাচি হওয়ার কারণগুলো হল :

কাদের ঘামাচি হবার ঝুঁকি বেশি রয়েছে ?

যাদের ঘামাচি হবার ঝুঁকি বেশি রয়েছে তারা হলেন :

ঘামাচির ফলে কি ধরণের জটিলতা দেখা  দিতে পারে?

ঘামাচির ফলে নিচের জটিলতাগুলো দেখা দিতে পারে :

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *