এইচআইভি বা এইডস হলো জীবনহানিকর একটি স্বাস্থ্য সমস্যা। এখন পর্যন্ত এইচআইভি/এইডসের কোন কার্যকর চিকিৎসা আবিস্কার হয়নি। এইডসের সংক্রমণ প্রতিরোধ সবচেয়ে ভালো উপায় হলো এর প্রতিরোধ, চিকিৎসা এবং এইডস সম্পর্কে পড়াশুনা ও সচেতনতা।

এইডস কি

এইডস একটি সংক্রামক রোগ যা এইচআইভি (Human Immunodeficiency Virus) ভাইরাসের সংক্রমণের মাধ্যমে হয়। এটি মানুষের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। এইচআইভি সংক্রমণের ফলে অন্যান্য রোগ যেমন-নিউমোনিয়া, মেনিননজাইটিস এমনকি ক্যান্সারও হতে পারে। এইচআইভি সংক্রমণের পরের ধাপকেই এইডস (Acquired Immunodeficiency Syndrome) বলা হয়।

এইডস হয়েছে কি করে বুঝছেন

সংক্রমণের ধাপের উপর নির্ভর করে এইচআইভি ও এইডসের লক্ষণ ও উপসর্গগুলো পৃথক হয়ে থাকে।

এইডস এর লক্ষণ ও উপসর্গ

সংক্রমণের প্রাথমিক পর্যায়ে সাধারণত:

সংক্রমণের পরবর্তী সময় সাধারণত:

সংক্রমণের শেষ পর্যায়ে সাধারণত:

শিশুদের ক্ষেত্রে এইচআইভি’র লক্ষণ

কিভাবে এইডস ছড়ায়

কি করলে এইডস ছড়ায় না

কখন ডাক্তার দেখাবেন

রোগের প্রাথমিক ও পরবর্তী পর্যায়ের লক্ষণ ও উপসর্গগুলো দেখা দেয়ার সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে।

কি ধরণের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হতে পারে

কি ধরণের চিকিৎসা আছে

ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন এবং অন্যান্য নির্দেশনা মেনে চলতে হবে।

এইচআইভি/ এইডস আক্রান্ত হলে জীবন-যাপন পদ্ধতি

এইডস কিভাবে প্রতিরোধ করা যায়

এইডস কেন হয় ?

বিশেষ এক ধরণের জীবাণু এইচআইভি (Human Immunodeficiency Virus) দ্বারা সংক্রমণের মাধ্যমে এইডস হয়।

কাদের এইডস হবার সম্ভাবনা বেশি রয়েছে ?

যাদের এইডস হবার সম্ভাবনা বেশি রয়েছে তারা হলেন :

এইডস হলে কি ধরণের জটিলতা দেখা দিতে পারে ?

এইডস হলে নিচের জটিলতাগুলো দেখা দিতে পারে :

  ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ

  ভাইরাস ঘটিত সংক্রমণ

ছত্রাকজনিত সংক্রমণ

জীবাণু সংক্রমণ

ক্যান্সার সংক্রান্ত জটিলতা

অন্যান্য জটিলতা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *