ধীরেসুস্থে খাবার খান

শেয়ার করুন

সুচিপত্র

তড়িঘড়ি করে খাবার খাওয়া সুস্থ থাকায় সহায়ক নয়। এতে বেশির ভাগ সময়ই গ্যাস্ট্রিক, মাথা ব্যথা, পেট ব্যথা, পেট ফাঁপা ইত্যাদি নানা শারীরিক সমস্যা তৈরি হয়। এ জন্য খাবার খেতে হবে সঠিকভাবে। যা পালন করলে সহজেই সুস্থ থাকা সম্ভব।

►   দুপুর বা রাতে খাওয়ার জন্য অন্তত ২০-৩০ মিনিট সময় বরাদ্দ রাখুন, এতে ফিটনেস বাড়ার পাশাপাশি শরীরে এনার্জি জোগাবে।

►   খাওয়ার আগে গভীরভাবে শ্বাস নিন।

►   প্রতিবার খাওয়ার আগে অন্তত একগ্লাস পানি পান করুন।

►   খাবার ভালো করে চিবিয়ে ও ধীরে ধীরে খান। এতে কম খেলেও পেট ভরে যাবে।

►   মুখে খাবার নিয়ে কোনো কথা বলা ঠিক নয়।

►   যদি খুব বেশি খিদে পায়, তাহলে প্রথমে হালকা কিছু খেয়ে নিন। এতে পরে একবারে বেশি খাওয়ার প্রবণতা থেকে রক্ষা পাওয়া যাবে।

►   রাতে খাওয়ার সময় টিভি দেখবেন না।

►   দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো খাবার খাবেন না।