আগুনে পুড়ে গেলে তাৎক্ষনিক কি করণীয়

শেয়ার করুন

সুচিপত্র

পুড়ে গেলে তাৎক্ষনিক কি করণীয় / করণীয় নয়

১. গায়ে আগুন লাগলে মাটিতে গড়াগড়ি দিন। দৌড়াদৌড়ি করবেন না বা আতংকিত হবেন না।

২. পোড়া জায়গায় প্রচুর পানি ঢালুন। অতিরিক্ত ঠান্ডা পানি যেমন- বরফ ও ফ্রিজের পানি, দিবেন না।

৩. হাতের কাছে এক বোতল পানি ও ভেজা কাপড় (ভেজা রুমাল) রাখা যেতে পারে।

৪. অন্য কেউ আক্রান্ত হলে ভারী কাপড় দিয়ে জড়িয়ে ধরুন।

৫. যানবাহন বা বদ্ধ স্থানে আগুন লাগলে যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে সরে আসুন। লম্বা-লম্বা শ্বাস-প্রাশ্বাস নিন ও নিতে বলুন এবং মুখ ও নাক পরিষ্কার করে দিন।

৬. পুড়ে যাওয়া অংশে পরিষ্কার পাতলা কাপড় দিয়ে ঢেকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

৭. আক্রান্ত স্থানে কোন ধরনের অযাচিত চিকিৎসা দেয়া যাবে না, যেমন- টুথপেষ্ট, ডিম, গোবর, বাটা মশলা, দুধের সর বা অন্যকোন কিছু লাগানো যাবে না।

৮. পোড়া রোগীর চিকিৎসাস্থলে ভিড় করবেন না- কারন এতে পোড়ার ক্ষতস্থানে সংক্রমন বেড়ে গিয়ে জীবন সংশয় হতে পারে।