কোন ব্যক্তির শরীরের কোন অঙ্গ বা প্রত্যঙ্গ বা চামড়ার উপরিভাগ কেটে গিয়ে যদি রক্ত বের হয়ে আসে তবে তাকে জরুরী ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা দেয়ার প্রয়োজন পড়ে।

রক্তপাত সাধারনত দুই ধরনের হয়- ক) বাহ্যিক রক্তপাত, খ) অভ্যন্তরীণ রক্তপাত

বাহ্যিক রক্তপাতের প্রাথমিক চিকিৎসা-

ক) রক্তপাত বন্ধ করার জন্য ক্ষতস্থান শক্ত করে চেপে ধরুন।

খ) হাত বা পা কেটে গিয়ে রক্তপাত হলে ক্ষতস্থান হৃদপিন্ডের উপরে তুলে ধরুন। সেক্ষেত্রে রক্তপাত কম হবে, তরল পথার্থ কখনোই উপরের দিকে প্রবাহিত হতে পারে না।

গ) ক্ষতস্থানের উপর একটি পরিষ্কার কাপড়ের প্যাড দিয়ে শক্ত করে ব্যান্ডেজ বাঁধুন।

ঘ) এরপরেও যদি রক্তপাত না কমে সেক্ষেত্রে রক্তচাপ বিন্দু বা প্রেসার পয়েন্ট চেপে ধরতে হবে।

অভ্যন্তরীণ রক্তপাতের প্রাথমিক চকিৎসাঃ

ক) নাক থেকে রক্ত বের হলে হালকাভাবে মাথা নিচু করে দিয়ে নাকটি চেপে ধরুন।

খ) কান থেকে রক্তপাত হলে কানে পাতলা পরিষ্কার কাপড় দিয়ে চেপে ধরে রাখুন।

গ) শরীরে চামড়ার ভেতর থেকে রক্তপাত হলে সেখানে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে বারবার সেক দিতে থাকুন অথবা বরফ প্রয়োগ করুন (বরফ কখনোই সরাসরি প্রয়োগ করা যাবে না। একটা পরিষ্কার কাপড়ে রেখে আলতোভাবে ঘষতে হবে।)


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *