চোখে আঘাত

চোখে আঘাত বলতে বুঝায় অক্ষিগোলক ও তার পার্শ্ববর্তী স্থানে আঘাত। চোখের আঘাত বিভিন্ন উপায়ে হতে পারে। চোখে আঘাত লাগার কারণে দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই চোখে আঘাত লাগলে চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা করাতে হবে।

চোখে আঘাতের ফলাফল ও চিকিৎসা

চোখে আঘাতের ফলে যা হতে পারে তা হচ্ছে-

 ১. চোখের পাতায় ক্ষত

সাধারণত ধারালো কোন জিনিষ দিয়ে কেটে বা ছিলে গেলে চোখের পাতায় ক্ষত হয়।

 চোখের পাতায় ক্ষত হলে

চিকিৎসা

২. কর্ণিয়াতে ঘষা লাগা

অসাবধানতাবশত, দুর্ঘটনার কারণে বা খেলাধুলার সময় চোখে/ কর্নিয়াতে আঘাত লেগে থাকে।

কর্নিয়াতে ঘষা লাগলে

প্রাথমিক পর্যায়ের চিকিৎসা না পড়লে দৃষ্টিশক্তি  কমে যায় এমনকি চোখ অন্ধও হতে পারে

লক্ষণ

চিকিৎসা

 ৩. কর্ণিয়াতে ঘা

আমাদের দেশে কর্ণিয়ায় ঘা হওয়ার অন্যতম কারণ চোখে আঘাত যেমন-

ক) কর্ণিয়ার উপর লোহা, কাঠ, ধান ইত্যাদির আঘাত।

খ) চোখের উপর ভোতা বা ধারালো অস্ত্রের আঘাত।

গ) রাসায়নিক বস্তু চোখে দেয়া।

ঘ) চোখে জীবাণু দ্বারা সংক্রামন করা-ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি।

লক্ষণ

চিকিৎসা

৪. চোখে আঘাত লেগে চোখ ছিদ্র হওয়া

তীক্ষ্ণ বা ধারালো কিছু দিয়ে আঘাত লেগে অক্ষিগোলক কেটে ছিদ্র হয়ে যেতে পারে। এমন ক্ষেত্রে প্রায়ই চোখের ভিট্টাসহিউমার, আইরিশ ইত্যাদি বেরিয়ে আসতে পারে।

লক্ষণ

দৃষ্টি শক্তি একেবারে কমে যায় বা থাকে না

চিকিৎসা

চোখে আঘাত প্রতিরোধের উপায়

চোখের পাতায় ক্ষত হলে কি হয়?

 কর্ণিয়ার ঘায়ের লক্ষণ গুলো কি কি?

কর্ণিয়ায় ঘা হলে কি করতে হবে?

চোখে আঘাত লেগে ছিদ্র হলে কি ধরনের সমস্যা হয়?

চোখে আঘাত বা খোঁচা লাগলে কি করতে হবে?

চোখে আঘাত বা খোঁচা লাগলে  সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *